আগে গোটা বিষয়টির তদন্ত হতে দিন” মহুয়া বিতর্কে ডেরেক


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি. স.) : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা “ঘুষের বিনিময় সংসদে প্রশ্ন” অভিযোগে নিয়ে তীব্র আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। এই অবস্থায় দলের নির্দেশে মুখ খুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মহুয়া মিত্রের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ প্রসঙ্গে রবিবার তিনি বলেন, “আগে গোটা বিষয়টির তদন্ত হতে দিন।”

মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ তিনি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করার জন্য দুবাই নিবাসী এক ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়েছিলেন । আর এই বিতর্কে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী, কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, এখনই এই প্রসঙ্গে কোনও মন্তব্য দল করবে না। এবার যাবতীয় বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তাঁর কথায়, “আমরা সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর নজর রাখছি। যে সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দলের তরফে। তিনি তা করেওছেন। যেহেতু বিষয়টি একজন নির্বাচিত সাংসদকে নিয়ে তাই আগে তদন্ত করা হোক। এরপর দলের তরফে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।”

এখনও পর্যন্ত যাবতীয় বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেননি মহুয়া মৈত্র নিজেও । তবে তিনি এক্স মাধ্যমে লেখেন, ” সিবিআই বা এথিক্স কমিটি যদি ডাকে সেক্ষেত্রে জবাব দেব। তার আগে আদানি পরিচালিত সংবাদ মাধ্যমের করা মন্তব্য নিয়ে মাথা ঘামানোর আগ্রহ আমার নেই।”

এই পর্যন্ত মহুয়াকে নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি তৃণমূলের তরফে। স্বাভাবিকভাবেই ডেরেকের এই মন্তব্য বর্তমানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।