BRAKING NEWS

পাকিস্তানের বিরুদ্ধে শেষ চার ইনিংসেই সেঞ্চুরি ওয়ার্নারের

বেঙ্গালুরু, ২০ অক্টোবর(হি.স.): পাকিস্তানের বিরুদ্ধে শেষ চার ইনিংসেই সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের । আজ শুক্রবার বিশ্বকাপ ম্যাচেও সেঞ্চুরি করলেন পাকিস্তানের বিরুদ্ধে । এ নিয়ে বাবর আজমের দলের বিপক্ষে শেষ চার ওয়ানডেতেই শতক করলেন ওয়ার্নার।

বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে মোহাম্মযদ নেওয়াজের বলে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এবারের বিশ্বকাপে এটিই তার প্রথম শতরান। শতরান পেরিয়ে তিনি থামলেন ১৬৩ রানে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের আগের তিনটি ইনিংস হলো- ১৩০, ১৭৯ ও ১০৭ রানের। করেছেন ২০১৭ সালে সিডনি,অ্যাডিলেডে ও টন্টনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *