অন্তিম ম্যাচেও হারলো ত্রিপুরা ভিনু মানকড় অভিযানও শেষ

ত্রিপুরা-‌১৩১(৩৭.১)

পন্ডিচেরি-‌১৩৫/‌২(১৪.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। ট্র্যাডিশনাল পরাজয়। ধারাবাহিক পরাজয়ে জাতীয় ক্রিকেটে ত্রিপুরা দলের অবস্থান অনেকটাই নিম্ন পর্যায়ে চলে আসছে। ভিনু মানকড়ে শেষ ম্যাচেও হারলো ত্রিপুরা। তাও পন্ডিচেরির কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতার ট্র্যাডিশন অব্যাহত। আর তাতেই পরাজিত হলো ত্রিপুরা। আসরের ৫ম তথা গ্রুপ লীগের শেষ ম্যাচে এসে চতুর্থ পরাজয়ের তেঁতো স্বাদ পেলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। সেন্ট স্টিফেন্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৮ উইকেটে। পন্ডিচেরির বিরুদ্ধে। মূলতঃ ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতা পরাজয়ের অন্যতম কারন। ত্রিপুরার গড়া ১৩১ রানের জবাবে পন্ডিচেরি ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার প্রীতম দাস সর্বাধিক ৪৪ রান করেন। পন্ডিচেরির সাই হরিরাম বোলিংয়ে এবং অধিনায়ক যশনাথ শ্রীরাম ব্যাটে যথেষ্ট দাপট দেখান। মিজোরাম ম্যাচে ব্যাট হাতে সাফল্য পাওয়া দুই ওপেনার দেবাংশু (২৪) এবং দ্বীপজয় (১৮) শুক্রবার ব্যর্থ হওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় ত্রিপুরা। ওই অবস্থায় দীপঙ্কর ভাটনাগরের পরিবর্তে খেলতে নামা প্রীতম দাস সুযোগের সদ্ব্যবহার করেন। তৃতীয় উইকেটে দলনায়ক সপ্তজিৎ দাসের (৪) সঙ্গে না পেরে অর্কজিত পালের সঙ্গে জুটি বেঁধে কিছুটা দায়িত্বপূর্ণ ব্যাট চালিয়ে ত্রিপুরাকে শতরানের গণ্ডি পার করিয়ে আনে। কিন্তু প্রীতম এবং অর্কজিৎ আউট হতেই ‘‌তাসের ঘরের’ মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। প্রীতম‌ ৭৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৪৪  রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। পন্ডিচেরির পক্ষে সাঁই হরিরাম ৩৩ রান দিয়ে ৪ টি উইকেট পান। এছাড়া, শ্রীভর্ষণ, অর্জুন এবং মিথিয়ানন্দ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পন্ডিচেরি ১৪.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। যশনাথ শ্রীরামের অধিনায়কোচিত ব্যাটিং তথা ৪৪ বল খেলে দশটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৮৯ রান সংগ্রহ করে একাই যেন জয় এনে দেয়‌। ওপেনার সাঁই স্বাত্বিক ৩৫ বলে ৩৩ রান সংগ্রহ করে ভালোই সঙ্গ দিয়েছিল। ত্রিপুরার পক্ষে সপ্তজিৎ ও রোহন একটি করে উইকেট পেয়েছে।