আগরতলা, ২০ অক্টোবর : মিজোরামে বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় ত্রিপুরা থেকে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা, ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যা সান্তনা চাকমা, বিধায়ক প্রমোদ রিয়াং এবং বিধায়ক শম্ভু লাল চাকমা।
বিজেপি মিজোরাম বিধানসভা নির্বাচনে ৪০ জনের তারকা প্রচারকের তালিকা জারি করেছে। ওই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ মোট ৪০ জন। তাঁদের মধ্যে ত্রিপুরা থেকে রয়েছেন পাঁচজন।