ঝাড়খন্ড-১৩৬/৫
ত্রিপুরা-
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। আবারও পরিত্যক্ত ম্যাচ। থাবা বৃষ্টির। ফলে পর পর দুই ম্যাচেই পয়েন্ট ভাগ করতে বাধ্য হলো ত্রিপুরা। তিকুবন্তপুরমে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। রেলওয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির জন্য। শুক্রবার ঝাড়খন্ডের বিরুদ্ধে ম্যাচের শুরুটা ভালো হয়েছিলো। কিন্তু ঝাড়খন্ডের ইনিংস শেষ হতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি না কমায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করেন আম্পায়ার-রা। ফলে দুদলকেই দেওয়া হয় ১ পয়েন্ট করে। এদিন ঝাড়খন্ড প্রথমে ব্যাট নিয়ে ১৩৬ রান করেছিলো। ২২ অক্টোবর ত্রিপুরার তৃতীয় ম্যাচ বিহারের বিরুদ্ধে। স্পোকর্টস হাব ইন্টারম্যাশনাল ক্রিকেট মাঠে দিবা-রাত্রী ম্যাচে টসে জয়লাভ করে ঝাড়খন্ডের অধিনায়িকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ত্রিপুরার আটোসাটো বোলিংয়ের সামনে ঝাড়খন্ড নিকর্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। দলকে বড় কোর গড়াতে মূখ্য ভূমিকা নেনুইকেট রক্ষক ইন্দ্রাণী রায়।ডান হাইত ওই ব্যাটসম্যানটি ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। এছাড়া দলের পক্ষে ঐশানি ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং রিতু ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায।এ ২৮ রান করেন।ত্রিপুরার পক্ষে দলনায়িকা অন্নপূর্ণা দাস ১১ রান দিয়ে ২ টি, অম্বেষা দাস ৭ রান দিয়ে এবং রেশ্মি নায়েক ৭ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন।

