আমার ঘরের দরকার নেই, সমগ্র ভারতই আমার বাড়ি : রাহুল গান্ধী

জগতিয়াল, ২০ অক্টোবর (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বললেন, “আমার লোকসভা সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছিল। তাঁরা আমার বাড়িও নিয়ে গিয়েছে, যা আমি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আমার ঘরের দরকার নেই, গোটা ভারতই আমার বাড়ি।” শুক্রবার তেলেঙ্গানার জগতিয়ালে এক জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেছেন, “আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, আমার বিরুদ্ধে ২৫-৩০টি মামলা রয়েছে।”

এদিন দিনের শুরুতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি টিফিন কার্টে দোসা তৈরি করেছিলেন, তিনি কংগ্রেসের বিজয়ভেরী যাত্রার অংশ হিসাবে জগতিয়াল যাওয়ার সময় এনএসি বাসস্টপে কিছু সময়ের জন্য থামেন। রাহুল এদিন জগতিয়ালের জনসভায় আরও বলেছেন, “আমি আপনাদের বলতে চাই, বিজেপি, বিআরএস এবং এআইএমআইএম একত্রিত। ওরা মিলেমিশে কাজ করে। আপনারা ভেবেছিলেন তেলেঙ্গানায় জনগণের শাসন হবে, কিন্তু একটি পরিবার তেলেঙ্গানা শাসন করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *