দুর্গতদের ত্রাণ ও অর্থ প্রদানে কুল্লু সফরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর

কুল্লু, ২০ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ২১ অক্টোবর কুল্লু জেলায় একদিনের সফরে যাবেন। কুল্লুতে রথ গ্রাউন্ডে প্রচণ্ড বৃষ্টির দরুণ দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও অর্থ সাহায্য করতেই মুখ্যমন্ত্রীর কুল্লু জেলায় একদিনের সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার ডেপুটি কমিশনার কুল্লু আশুতোষ গর্গ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, জুলাই মাসে জেলায় দুর্যোগে প্রায় ৪৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১শে অক্টোবর, শনিবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজ অনুসারে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও অর্থ প্রদান করবেন। দুর্যোগে কুল্লু জেলায় ৫২২টি পাকা ও কাঁচা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১০৬টি পাকা বাড়ি ও ৯৬০টি কাঁচা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্ষার ফলে যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে জেলায় ১৯০টি ব্যবসা প্রতিষ্ঠান, ৪৯৪টি গোয়ালঘর ও ২২৭ জনের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১৩ জন কৃষকের এক হাজার বিঘা কৃষি জমি এবং ৬৬ জনের ১০০ বিঘা জমিও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশুতোষ গর্গ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের নিয়ে আসার জন্য মানালি থেকে ২০টি বাস, কুল্লু মহকুমা থেকে ৩০টি, বানজার থেকে ২৬টি এবং আনি থেকে ৮টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *