বামফ্রন্ট সরকার আগে পূজার আগে শ্রমিকদের অতিরিক্ত কাজের ব্যবস্থা করে দিতঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর : ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শারদীয়া উৎসবকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিনের শিবিরে উপস্থিত থেকে মানিক সরকার নিজ বক্তব্যে রক্তদানের উপকারিতা তুলে ধরেছেন। তিনি বলেন, রক্তদানের মত সামাজিক কাজ  প্রত্যেককে নিজ বাড়িতে অনুষ্ঠিত করা প্রয়োজন। তবেই রক্তের চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি বলেন, প্রত্যেকের বাড়িতে বছরের বেশ কয়েকবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবাহবার্ষিকী, জন্মদিন, বিয়ে এমনকি কারো মৃত্যুবার্ষিকী। এই সামাজিক অনুষ্ঠানগুলিতে প্রতিবছর যেন প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে রক্তদান করেন তার আহবান জানিয়েছেন মানিক সরকার।

পাশাপাশি তিনি এও বলেন, রক্তদান শিবিরে ১০ জন রক্ত দিচ্ছেন না কি ১০০ জন রক্ত দিচ্ছেন সেই বিষয়ে বিচার করলে চলবেনা। প্রথমে উদ্যোগটা গ্রহন করা জরুরী।

পাশাপাশি এদিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয়। রাজ্যের মানুষের কাছে কাজ নেই, ক্ষুধার জ্বালায় মানুষ সন্তান পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছে। বিষ খেয়ে গোটা পরিবার একসঙ্গে আত্মহত্যা করছেন। তবে বামফ্রন্ট সরকার থাকতে পূজার আগে অতিরিক্ত কাজের ব্যবস্থা করে দেওয়া হত বলে দাবি করেছেন তিনি। এই মজুরি দিয়ে যেন প্রত্যেকেই পূজার আনন্দে মেতে উঠতে পারেন সেই ব্যবস্থা করা হত। তবে এখন রাজ্যের মানুষ কাজের অভাবে পূজার আনন্দে সামিল হতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি।