পাটনা, ২০ অক্টোবর (হি.স.) : পাটনা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিদায় জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিহারে তিন দিনের সফরে ছিলেন। শুক্রবার সকালে তিনি পাটনা থেকে গয়ার উদ্দেশ্যে রওনা হন।
এদিন পাটনা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁকে ফুলের তোড়া ও শাল উপহার দিয়ে বিদায় জানান। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজয় চৌধুরী, মেয়র সীতা সাহু, একাধিক ঊর্ধ্বতন আধিকারিক ও নেতারা। গয়ায় গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরে তাঁর বিহার সফর শেষ হবে এবং তিনি গয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
তিন দিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিহারের চতুর্থ কৃষি রোড ম্যাপ উদ্বোধন করেন। পাটনা সাহেব গুরুদ্বার দর্শন করেন। এছাড়াও তিনি মতিহারিতে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং পাটনা এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

