জম্মু, ২০ অক্টোবর (হি.স.): জম্মুতে সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি ট্রাক। বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ট্রাকটি শ্রীনগর থেকে রাজস্থানের দিকে যাচ্ছিল, বৃহস্পতিবার রাতে জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর ঝাজ্জর কোটলি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
পুলিশ জানিয়েছে, আর জে ১৩ জিবি/ ৫৬৫৪ নম্বরের ট্রাকটি শ্রীনগর থেকে রাজস্থানে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে ঝাজ্জর কোটলি এলাকায় সেতুর ভিভাইডারে ধাক্কা মারার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রায় ৮০ ফুট নীচে পড়ে যায় ট্রাকটি। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

