ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। আবার শারদোৎসবের প্রথম দিনেই অর্থাৎ দুর্গাপূজার মহা ষষ্ঠীতে উৎসাহ উদ্দিপনায় এই দিনে চামপামুড়ার কোচিং সেন্টারে হয়ে গেল বিশ্বকাপ নিয়ে ক্যুইজ।উপস্থিত ছিলেন মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য, অন্যান্য সদস্য অরূপ দেববর্মা, সুব্রত গুহ, কেশব লাল রায়, প্রবীর রায়, রাজীব দাস, শঙ্কর দেবনাথ ও ২৯ নং ওয়ার্ডের সভাপতি সঞ্জয় সাহা। ক্রিকেটারদের নিজেদের উন্নয়নে কি কি করা উচিত তা ব্যাখ্যা করেন অরূপ দেববর্মা। বক্তব্য রাখেন কেশব লাল রায়, প্রবীর রায়, কোচ শঙ্কর দেবনাথ ও রাজীব দাস। সকলেই তাদের বক্তব্যে মাস্টার ক্রিকেটার্সের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরে উপস্থিত শিক্ষার্থী ক্রিকেটারদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয় ও পুরস্কার বিতরণ করা হয়। মাস্টার ক্রিকেটার্সের পক্ষ থেকে হাবুল ভট্টাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-10-20