রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

লংতরাইভ্যালী, ১৯ অক্টোবরঃ রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো রেগার শ্রমিকরা। দীর্ঘক্ষণ তালা বন্ধ থাকার পর দুদিনের মধ্যে বকেয়া অর্থরাশি মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে ব্লক অফিস তালামুক্ত করেছে রেগার শ্রমিকরা। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু আর ডি ব্লকে।

লংতরাইভ্যালী মহকুমার মনু আর ডি ব্লকে বিগত মাসে ১৭দিনের কাজ করে মজুরি পায়নি মনু ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজের রেগা শ্রমিকরা। এমনি অভিযোগ শ্রমিকদের। পুজোর আগেই প্রত্যেক রেগা শ্রমিকের একাউন্টে টাকা ঢুকে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।কিন্তু এখনো টাকার কোনো হদিশ নেই। রাত পোহালেই ষষ্ঠী অথচ তাদের একাউন্টে একটি টাকাও জমা পড়েনি। শ্রমিকরা জানিয়েছেন, পঞ্চায়েত অফিসে গিয়ে জিজ্ঞাসা করলেই ভিলেজ সচিব বলেন  ভিডিও অফিস সব জানে বলেই দায়িত্ব খালাস। বার বার বকেয়া মজুরি মিটিয়ে না দিয়ে তালবাহানা শুরু হয়।  তাই বাধ্য হয়ে আজ পঞ্চমীর দিনেই মনু ব্লক অফিস খোলার সাথে সাথেই ময়নামা, জামিরছড়া, উওর ধূমাছড়া সহ বিভিন্ন ভিলেজের রেগা শ্রমিকরা জড়ো হতে থাকে। বেলা আনুমানিক ১১টা নাগাদ মনু আর ডি ব্লক অফিসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। ফলে অফিস কক্ষেই তালাবন্দি হয়ে পড়েন ব্লক আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা। 

তাদের বক্তব্য পূজার বাজারে এসে সামান্য মজুরিটাই তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর একমাত্র সম্বল। অথচ মোটা সরকারি  মাইনে পাওয়া কর্মচারীরা তাদের কথায় কোনো কর্ণপাতই করছে না। তাই তারা কোনো রাস্তা না পেয়ে  বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের দাবী, বকেয়া রেগা মজুরি মিটিয়ে না দিলে ব্লকের তালা খোলা হবেনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মনু থানার বড়বাবু অসীম সরকার সহ পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ তালাবন্দি অবস্থায় থাকার পর দুদিনের মধ্যে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় শ্রমিকদের। তারপরে তালা মুক্ত হয় ব্লক অফিস। জদিও প্রতিশ্রুতি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *