নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। বৃহস্পতিবার হাসি মুখেই রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন মনীশ সিসোদিয়া। আবগারি দুর্নীতিতে সিবিআই-এর মামলায় এদিন হাজিরা দেন সিসোদিয়া। আদালত আগামী ২২ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে সিবিআই-এর মামলার শুনানি।
দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত মনীশ সিসোদিয়াকে ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছিল। এরপর থেকে তিনি হেফাজতে রয়েছেন। এই মামলার শুনানির জন্যই এদিন আদালতে পেশ করা হয় সিসোদিয়াকে, আগের মতোই হাসি মুখে তিনি আদালতে হাজিরা দেন।