আগরতলা, ১৯ অক্টোবর: উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ কামাখ্যা- লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনের পরিষেবার সূচনা অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আজ আগরতলা রেলওয়ে স্টেশনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং গুয়াহাটিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সে পতাকা নেড়ে কামাখ্যা- লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনটির পরিষেবার সূচনা করেন। এছাড়াও আর আগরতলা ও মানুষের মধ্যে অতিরিক্ত ডেমু ট্রেন পরিষেবা এবং আগরতলা রেলওয়ে স্টেশনে এসকেলেটরেরও উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণ করার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
তাঁর কথায়, গত ৯ বছরে তিনি প্রায় ৬০ বার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি সফর করেছেন। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশ ত্বরান্বিত হচ্ছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নে রেলমন্ত্রক অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে এবারের বাজেটে ১০ হাজার ২৭০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। ত্রিপুরা থেকে আগে মাত্র ৪ জোড়া ট্রেন চলাচল করত। বর্তমানে ত্রিপুরা থেকে ১৭ জোড়া ট্রেন চলাচল করছে। শুধু তাই নয় উত্তর-পূর্বাঞ্চলের ৬০টি স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ৩৭টি স্টেশনের কাজ শুরু করা হয়েছে বলে দাবি তাঁর।