আগরতলা, ১৯ অক্টোবর: উৎসবের শুরুতেই ক্লাব কর্তৃপক্ষের গাফিলতির কারণে জনমনে বিষাদের ছায়া ছড়িয়ে পড়েছে। রাজধানী আগরতলায় উজান অভয়নগরের ব্লাড সান ক্লাবের কর্তৃপক্ষের গাফিলতির কারণে পুজা মন্ডপ ও দূর্গা প্রতিমার কাঠামো পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল রাতে বিদ্যুৎ নিগমের রির্পোটে এমনটাই দাবি করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই দূর্ঘটনা ঘটেনি। প্যান্ডেলের ভেতরেই আগুনের সূত্রপাত হয়েছিল। বিস্তারিত তদন্তে তা বেড়িয়ে আসবে বলে দাবি নিগমের।
তাতে স্পষ্ট, ক্লাব কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় অল্পেতে রেহাই পেল গোটা এলাকা। পাশাপাশি, বিদ্যুৎ নিগমের রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, শারদ উৎসবের দিনে কুমারঘাটের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা ছিল।
গতকাল রাজধানীর উজান অভয়নগর স্হিত ব্লাড সান ক্লাবের আগুন লেগে পুজা মন্ডপ ও দূর্গা প্রতিমার কাঠামো পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাজধানী উজান অভয়নগরের ব্লাড সান ক্লাবের ওই ঘটনায় দূর্গাপুজা আয়োজকদের অভিযোগ অগ্নিকান্ডের খবর দেওয়ার আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। ওই অভিযোগ খন্ডন করে জনৈক দমকলকর্মীর দাবি খবর পাওয়ার দেড় মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তাঁরা । পর্রবতী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ও বিদুৎ মন্ত্রী রতনলাল নাথ।
মুখ্যমন্ত্রী দূর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্হা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।
গতকাল রাতে বিদ্যুৎ নিগমের রিপোর্ট অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই দূর্ঘটনা ঘটেনি। প্যান্ডেলের ভেতরেই আগুনের সূত্রপাত হয়েছিল। বিস্তারিত তদন্তে তা বেড়িয়ে আসবে বলে দাবি নিগমের।
রির্পোটে দাবি করা হয়েছে, গতকাল যখন ভয়ানক সংঘটিত হয়েছিল তখন গোটা অভয়নগর বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিলনা। ওই এলাকার বিদ্যুতের নিম্মপরিবাহী তার থেকে মন্ডপকে দূরে রাখার বিষয়ে আগেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিল নিগম। কিন্তু সেই সরকারি নিষেধকে মান্য দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে নিগমের নির্দেশে বুধবার এফআরটি কর্মীরা সকাল সাড়ে এগারটা নাগাদ ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়ে সেই নিম্ম পরিবাহী তারকে ক্যাসিং কাজ করতে থাকে। এফআরটি প্রায় ৭০% ক্যাসিং কাজ সম্পন্ন হয়েছিল। আচমকাই এফআরটি-র কর্মীরা লক্ষ্য করেন, সাড়ে বারোটার দিকে প্যান্ডেল ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

