শ্রীনগর, ১৯ অক্টোবর (হি.স.): স্ত্রীর আত্মহত্যার কয়েক ঘন্টার মধ্যেই, অবসাদের জেরে আত্মঘাতী হলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র এক জওয়ান। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার ঘটনা। রাজস্থানের বাড়িতে আত্মঘাতী হয়েছেন স্ত্রী, এই দুঃসংবাদ জানার পরই ওই বিএসএফ জওয়ান আত্মঘাতী হন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিএসএফ-এর হেড কনস্টেবল রাজেন্দ্র যাদব কাশ্মীর উপত্যকার কুপওয়ারা জেলায় নিযুক্ত ছিলেন।
তিনি যখন জানতে পারেন যে তাঁর স্ত্রী আংশু যাদব মঙ্গলবার রাজস্থানের ধীরপুর গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন, তখন বিএসএফ জওয়ান নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। সূত্রের খবর, স্ত্রী আত্মঘাতী হওয়ার আগে স্বামীর সঙ্গে ফোনে তাঁদের ঝগড়াও হয়েছিল। মাত্র আট মাস আগে তাঁদের বিয়ে হয়।