আইজল, ১৮ অক্টোবর (হি.স.) : ৪০ সদস্যের মিজোরাম বিধানসভা নির্বাচনে ৯ জনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ বুধবার নয়াদিল্লির সদর দফতর থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং স্বাক্ষরিত ১২ জনের প্রথম তালিকা প্রকাশ করেছিলেন। এর পর দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছেন জাতীয় সাধারণ সম্পাদক সিং। এ পর্যন্ত ২১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।
প্রকাশিত দ্বিতীয় তালিকা অনুযায়ী ৪ নম্বর তুইরিয়াল (তফশিলি জনজাতি সংরক্ষিত-এসটি) আসনে এফ ভানমিংথাগা, ৫ নম্বর কোলাসিন (এসটি) আসনে আর লালথাংলিয়ানা, ৭ নম্বর তুইভাওল (এসটি) আসনে জুডি জহমিংলিয়ানি, ৮ নম্বর চালফিল (এসটি) আসনে ডা. জোনুন্টলুয়াঙ্গা, ১২ নম্বর আইজল উত্তর-৩ (এসটি) আসনে চাওংমিংথাঙ্গা, ১৮ নম্বর আইজল দক্ষিণ-১ (এসটি) আসনে শ্রীমতি এফ লালরেমসাংঙ্গি, ২১ নম্বর লেংটেং (এসটি) আসনে বি সুয়ানজালাং, ২৬ নম্বর সার্চিপ (এসটি) আসনে কে ভানিয়ালরুয়াটি এবং ৩৩ নম্বর লুংলেই দক্ষিণ আসনে টি বিয়াকসাইলভা।
প্রসঙ্গত আজই এর আগে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। প্রকাশিত প্রথম তালিকা অনুযায়ী ১ নম্বর হাচেক (তফশিলি জনজাতি সংরক্ষিত-এসটি) আসনে মালসাওমতলুয়াঙ্গা, ২ নম্বর ডাম্পা (এসটি) আসনে ভ্যানলালহমুয়াকা, ৩ নম্বর মামিত (এসটি) আসনে লালরিনলিয়ানা সাইলো, ৬ নম্বর সেরলুই (এসটি) আসনে রবিনসন মালসাওমতলুয়াঙ্গা মার, ২৩ নম্বর চাম্পাই উত্তর (এসটি) আসনে পিএস জাতলুয়াঙ্গা, ২৮ নম্বর হ্রাংতুরজো (এসটি) আসনে লালমালসাওমা, ৩২ নম্বর লুংলেই পশ্চিম (এসটি) আসনে আর লালবিয়াক্টলুয়াঙ্গি, ৩৪ নম্বর থরাং (এসটি) আসনে শান্তি বিকাশ চাকমা, ৩৫ নম্বর পশ্চিম তুইপুই (এসটি) আসনে টি লালেংথাঙ্গা, ৩৬ নম্বর তুইচাওং (এসটি) আসনে দুর্যধন চাকমা, ৩৯ নম্বর সাইহা (এসটি) আসনে ড. কে বেইচুয়া এবং ৪০ নম্বর পলক (এসটি) আসনে কে হরমো।
মিজোরাম প্রদেশ বিজেপি সভাপতি ভ্যানলালহমুয়াকা হিন্দুস্থান সমাচার-এর হাতে প্রথম ও দ্বিতীয় তালিকা তুলে দিয়ে বলেছেন, দিন-কয়েক আগে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) থেকে বিজেপিতে যোগদানকারী দুই বিধায়কের নাম রয়েছে প্রথম প্রার্থী তালিকায়। তাঁদের মধ্যে নাম রয়েছে সদ্যপ্রাক্তন এমএনএফ নেতা তথা বিধানসভার অধ্যক্ষের। তিনি বলেন, তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রত্যাশা করে না। তবে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না।
এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেছেন, বিজেপি কোনও প্রাক-নির্বাচনী জোটে যায়নি। নির্বাচনের ফলাফল প্রকাশের পর জোটের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।