উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে কাঁচা দেওয়াল ভেঙে মৃত দুই শিশু

বারাবাঙ্কি, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে বৃষ্টিতে কাঁচা দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে দুই শিশুর। সাব-ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনুরাগ সিং জানিয়েছেন, রামনগরের ভিচালখা গ্রামের বাসিন্দা রামকিশোর গৌতমের বাড়িতে পাঁচ ফুট কাঁচা দেওয়াল তোলা হয়েছিল। বুধবার সকালে তার দুই শিশু রাধা (০৪) ও আমান (০৬) এই দেওয়ালের কাছে খেলছিল। হঠাৎই বৃষ্টিতে কাঁচা দেওয়ালটি ভেঙে পড়ে। দেওয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আমান ও রাধা। পরিবারের সদস্যরা দ্রুত শিশুদের নিয়ে রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে গেলে চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন। রাধার শারীরিক অবস্থা দেখে তাঁকে লখনউতে রেফার করা হয়। লখনউতে যাওয়ার পথে রাধারও মৃত্যু হয়।

উত্তরপ্রদেশের বারাবাঙ্কির রামনগরে বুধবার এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও কালেক্টরসহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তাঁরা শিশুদের পরিবারকে সান্ত্বনা দেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।