আগরতলা, ১৮ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় ও চিন্তা ধারায় দেশাত্মবোধক ভাবনা প্রতিফলিত হয়। এই আগামী দিনেও দেশাত্মবোধের চিন্তা ধারায় এগিয়ে যাবে রাজ্য সরকার। আজ সচিবালের প্রবেশদ্বারে স্কেপ গার্ডেনের সম্মুখে রাজ্য ভিত্তিক মেরা মাটি মেরা দেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলসি করে মাটি নিয়ে আসা দলীয় নেতা কর্মীরা সার্কিট হাউসের গান্ধীর পাদদেশে জড়ো হয়েছিলেন। সেখান থেকে সুসজ্জিত র্যালি করে সচিবালয়ের সামনে মিলিত হয়েছেন। তাছাড়া এদিন র্যালিতে অংশ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য সদস্যা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, দলের শীর্ষ স্তরের নেতৃত্ব, দলীয় কর্মী সমর্থক, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, সমাজের বিভিন্ন স্তরের গুনীজনেরা সহ আরও অন্যান্যরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর অমৃত বাটিকা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বাড়ি বাড়ি মাটি সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছিল বিজেপি সরকার। দেশের প্রতিটি পঞ্চায়েত ও নগর এলাকা থেকে মাটি সংগ্রহ করে, সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লিতে। ত্রিপুরাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। গত প্রায় একমাস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহের কর্মসূচি চলছে। বুধবার এই কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয়েছে আগরতলা সচিবালের প্রবেশদ্বারে স্কেপ গার্ডেনের সম্মুখে।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় ও চিন্তা ধারায় দেশাত্মবোধক ভাবনা প্রতিফলিত হয়। এই আগামী দিনেও দেশাত্মবোধের চিন্তা ধারায় এগিয়ে যাবে রাজ্য সরকার।
তাঁর কথায়, দেশের স্বার্থে মানুষকে এগিয়ে আসতে হবে। যারা দেশকে স্বাধীন করতে বলিদান হয়েছেন তাঁদের স্মরণ করা। কারণ, এই মাটির জন্যই তাঁরা বলিদান হয়েছেন।

