কুয়াশায় কমল দৃশ্যমানতা, মুম্বই শহরতলিতে বিলম্বিত লোকাল ট্রেন পরিষেবা

মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : ঘন কুয়াশায় আচমকাই কমে গেল দৃশ্যমানতা, কুয়াশার প্রভাবে বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মুম্বইয়ের শহরতলিতে বিঘ্নিত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। প্রায় ১৫ মিনিট দেরিতে চলে সমস্ত লোকাল ট্রেন।

রেল সূত্রের খবর, বুধবার সকাল ৬.৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ভাশিন্দ এবং টিটওয়ালা (মুম্বই সংলগ্ন থানে জেলায) এবং কারজাত (রায়গড় জেলায়) এবং বদলাপুর (থানে) এর মধ্যে সকাল ৫.৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার খবর পাওয়া যায়। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শহরতলির ট্রেনগুলি প্রায় ১৫ মিনিট দেরিতে চলাচল করে।