গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি, খাড়গের দাবি জনগণ ফের আশীর্বাদ করবেন

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বুধবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কংগ্রেসের সদর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তরুণ গগৈ, সলমন খুরশিদ, ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী টি এস সিং দেও প্রমুখ।

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, “সঞ্চয়, ত্রাণ, বৃদ্ধি, সুরক্ষা এবং উন্নতি, কংগ্রেসের সুশাসনে এভাবেই বদলে গেল রাজস্থান! আমরা আত্মবিশ্বাসী, জনসাধারণ আবারও আমাদের আশীর্বাদ করবেন। আজ রাজস্থানের দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”