নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ অক্টোবর : বিদ্যালয়েও চোরের থাবা। বিভিন্ন গুরুত্বপূর্ন জিনিসপত্র হাতিয়ে নিল চোরের দল। একটি দামী ল্যাপটপ , বিদ্যালয়ে রাখা বিভিন্ন জিনিসপত্র সহ নগদ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয় চোরের দল। এই চুরি কান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল গভীর রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের রাজনগর বড়পাথরী সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে। মুলতঃ নেশাখোরদের উপর সন্দেহের তীর ছুঁড়ছে একটি মহল । আজ সকালে এই চুরির ঘটনা টের পায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। বিদ্যালয়ের দরজা খুলতে এসে দেখে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভাঙ্গা। সন্দেহ দেখা দেওয়ার পর খবর দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্গদের । খবর পেয়ে তারা তড়িঘড়ি ছুটে আসেন বিদ্যালয়ে । এরপর অফিস কক্ষে ঢুকে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র ও নগদ ২৫ হাজার টাকা নেই। এরপর খবর দেওয়া হয় রাজনগর পিআরবাড়ি থানাতে। ঘটনাস্থলে আসে পুরান রাজবাড়ী থানার পুলিশ। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে । বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল পাল ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চুরির ঘটনার সাথে যুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।