পশ্চিম বর্ধমান, ১৭ অক্টোবর (হি.স.): নারায়ণকুড়ি খনি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইসিএলের খোলামুখ খনিতে দুর্ঘটনা, প্রাণ গেল সপ্তম শ্রেণির পড়ুয়ার। এবারের ঘটনাস্থল জামুড়িয়ার শিবডাঙা খোলামুখ খনি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার সেখানে কয়লা কুড়োতে গিয়েছিল ওই স্কুলছাত্র। তখনই পাথরেপ চাঁইয়ে চাপা পড়ে মারা যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । সরাসরি কয়লা উত্তোলনকারি বেসরকারি সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন তিনি। এর পরেই ছুটে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তীব্র ক্ষোভের মুখে পড়েন ইসিএলের আধিকারিক।
সম্প্রতি নারায়ণকুড়ির খনিতে ধস নেমে ৭ জন শ্রমিকের মৃ্ত্যু হয়েছে। এদিনই ওই ঘটনায় ইসিএলের ভূমিকা নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের বক্তব্য, এই মৃত্যুর দায় বিজেপি অস্বীকার করতে পারে না। ইসিএল-এর কুনুস্তোরিয়া এরিয়া অফিসের সামনে বিক্ষোভ চলে বিজেপির। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বাক-বিতন্ডাও হয়।