ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। মূল টার্গেট ভালো খেলা এবং জয় পাওয়া। প্রতিপক্ষ তেলেঙ্গানা। ন্যূনতম গোলে হলেও জয়-ই মুল টার্গেট ত্রিপুরার ছেলেদের। ত্রিপুরা দলের ফুটবলাররা এবারকার সন্তোষ ট্রফি ফুটবলে যেন ডার্ক হর্স-এর মতো খেলছে। উদ্বোধনী ম্যাচে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে তারা বেশ নজর কেড়ে নিয়েছে। মহারাষ্ট্রের কোলাপুরে শুক্রবার থেকে শুরু হয়েছে সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের এফ-গ্রুপের খেলা। ইতোমধ্যে ৮ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। ছটি গ্রুপে খেলা। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল। গ্রুপ পর্যায়ে খেলার পর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটো দলকে নিয়ে হবে মূল পর্বের খেলা। শুক্রবারে এফ গ্রুপের প্রথম খেলায় মহারাষ্ট্র ৮-০ গোলের ব্যবধানে আন্দামানকে পরাজিত করেছিল। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ন্যূনতম গোলে জয় পায় অন্ধ্রপ্রদেশকে হারিয়ে। বিকেলে তৃতীয় খেলায় তেলেঙ্গানা ও লাক্ষা দ্বীপের মধ্যে ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র তে শেষ হয়েছে। আগামী কাল সকাল সাড়ে আটটায় আন্দামান- নিকোবর ও লাক্ষাদ্বীপ পরস্পরের মুখোমুখি হবে। বেলা ১১ঃ৩০ টায় তেলেঙ্গানা খেলবে ত্রিপুরার বিরুদ্ধে। বিকেল সাড়ে তিনটায় দিনের তৃতীয় খেলায় মহারাষ্ট্র খেলবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। রবিবারে দ্বিতীয় রাউন্ডের খেলায় মহারাষ্ট্র ৪-০ গোলে লাক্ষাদ্বীপকে হারালেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তেলেঙ্গানা- অন্ধপ্রদেশ এবং আন্দামান নিকোবর ও ত্রিপুরার ম্যাচ দুটো গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে গ্রুপ-এ থেকে কেরালা, গ্রুপ-বি থেকে দিল্লী, গ্রুপ-সি থেকে মনিপুর, গ্রুপ-ডি থেকে আসাম এবং গ্রুপ ই থেকে সার্ভিসেস মূল পর্বের লক্ষ্যে ক্রমশ এগিয়ে যাচ্ছে।
2023-10-16

