আগামীকাল গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট, ২০২৩ উদ্বোধন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট, ২০২৩ উদ্বোধন করবেন। মুম্বইতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই সামিটের উদ্বোধন করবেন। মুম্বই শহরের এমএমআরডিএ গ্রাউন্ডে বৃহস্পতিবার পর্যন্ত এই সম্মেলন চলবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট (জিএমআইএস) ২০২৩-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন করবেন। ১৭ থেকে ১৯ অক্টোবর মুম্বইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনদিনের এই সম্মেলনে বন্দরের ভবিষ্যৎসহ সামুদ্রিক বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের জন্য এই শীর্ষ সম্মেলনটি একটি চমৎকার প্ল্যাটফর্ম। সম্মেলন চলাকালীন, প্রধানমন্ত্রী ‘অমৃত কাল ভিশন, ২০৪৭’ উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী ২৩ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেটিকে দেশের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই শীর্ষ সম্মেলনটি দেশের বৃহত্তম সামুদ্রিক ইভেন্ট। এই সম্মেলনে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া (মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিমসটেক অঞ্চল) সহ বিশ্বের প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা উপস্থিত থাকবেন।