মথুরা, ১৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে কুখ্যাত এক দুষ্কৃতী। এছাড়াও আরও এক অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপাল গোস্বামী নামে এক দুষ্কৃতী পুলিশের গুলিতে জখম হয়েছে, তার পায়ে গুলি লাগে। গোপালের সহযোগী মনীশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে এই এনকাউন্টার হয়।
এসএসপি শৈলেশ কুমার পান্ডে বলেছেন, “গোপাল গোস্বামী নামে এক অপরাধী জখম হয়েছে এনকাউন্টারে। তার পায়ে গুলি লাগে। গ্রেফতার করা হয়েছে তার সহযোগী মণীশকে। চেইন ছিনতাইয়ের চেষ্টার পর তারা পালিয়ে যায়। গোপালের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।” গোপালকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

