মুস্তাক আলী : ১ম দিনের একাধিক ম্যাচ পরিত্যক্ত, আজ ত্রিপুরা – নাগাল্যান্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। প্রথম দিনের গ্রুপ লীগের তিনটি ম্যাচ-ই পরিত্যক্ত ঘোষিত হয়েছে। সৈয়দ মুস্তাক আলী ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে দেশজুড়ে একাধিক ভেন্যুতে শুরু হয়েছে। তবে ত্রিপুরা সহ আরো ছয়টি রাজ্য দল মূলতঃ যে ভেন্যুতে খেলছে অর্থাৎ উত্তরাখণ্ডের দেরাদুনে প্রতিকূল আবহাওয়ার জন্য তিনটি ম্যাচের একটিও অনুষ্ঠিত হতে পারেনি। মোহালি ভেন্যুতেও একাধিক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গ্রুপ লীগের খেলা আজ, সোমবার থেকে শুরু হলেও ত্রিপুরা দলের প্রথম ম্যাচ আগামীকাল নাগাল্যান্ডের বিরুদ্ধে। আজ গ্রুপ লীগের প্রথম দিনে অভিমন্যু ক্রিকেট একাডেমিতে প্রথম ম্যাচে মধ্যপ্রদেশ – নাগাল্যান্ডের খেলা, একই সময়ে মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে কর্ণাটক – তামিলনাড়ুর খেলা, বিকেল সাড়ে চারটায় অভিমুন্য ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দিল্লি – উত্তরপ্রদেশের খেলা তিনটিই পরিত্যক্ত ঘোষণা হয়েছে। প্রতি দল এক-এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। আগামীকাল বেলা ১১ টায় অভিমন্যু ক্রিকেট একাডেমিতে দিল্লী খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে‌। একই সময়ে মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে তামিলনাড়ু খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ক্রিকেট একাডেমিতে ত্রিপুরা ও নাগাল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায়।