রাস্তা যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবতীর্ণ বিধায়ক যাদব লাল নাথ

ধর্মনগর ১৬ অক্টোবর : ধর্মনগর শহরের দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এরফলে ধর্মনগরের ব্যস্ততম এলাকায় কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে পড়লে ভীষণ যানজটের সৃষ্টি হয়। এমনই এলাকা হলো ধর্মনগর দুর্গাপুর রেল গেটের রাস্তা। প্রতিদিন এই এলাকা দিয়ে ট্রেন যাওয়া আসার সময় কিছু সময়ের জন্য রেল গেট বন্ধ করা হলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

সোমবার সকালে গুরুত্বপূর্ণ কাজে ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় রেল গেট বন্ধ করার ফলে আটকে পড়েন বাগবাসা এলাকার বিধায়ক যাদব লাল নাথ। কিছুক্ষণ পর রেল গেট খুলে দেওয়া হলে রাস্তার দুই পাশের ছোট বড় যানবাহনে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট এই যানজটে বিধায়ক যাদব লাল নাথ আটকে থাকার পর ঐ রাস্তা যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবতীর্ণ হয়েছিলেন তিনি। নিজেই গাড়ি থেকে নেমে সুশৃঙ্খল ভাবে দুর্গাপুর এলাকা যানজট মুক্ত করেন। এই ঘটনা দেখে হতবাক স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয়রা এগিয়ে এসে বিধায়কের কাছে ঐ এলাকায় স্থায়ী ট্রাফিক বুথ নির্মাণ করে দেওয়া হলে ভালো হবে বলে জানিয়েছেন।