হায়দরাবাদ, ১৬ অক্টোবর (হি.স.): ক্ষমতার হচ্ছে অপব্যবহার, কেসিআর-এর শাসনকালে দুর্নীতি দ্রুত বাড়ছে। এই অভিযোগ করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। সোমবার তেলেঙ্গানার হায়দরাবাদের করিমনগরে এক নির্বাচনী জনসভা থেকে রাজনাথ সিং বলেছেন, “মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর পরিবারের দুর্নীতির কথা শুধুমাত্র তেলেঙ্গানায় নয়, দিল্লিতেও আলোচিত হয়।”
করিমনগরের হুজুরাবাদের জনসভা থেকে রাজনাথ সিং বলেছেন, “গত ১০ বছরে তেলেঙ্গানার উন্নয়ন শুধুমাত্র সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত সীমাবদ্ধ। এখানে কেসিআর-এর পরিবারের হস্তক্ষেপ দেখা যাচ্ছে… জনগণ আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, আপনার পরিবারকে নয়। আমি পরিবারের কোনও সদস্যের বিরুদ্ধে অভিযোগ করতে চাই না… আমি তাদের সবাইকে সম্মান করি। কিন্তু আপনাকে সরকার চালাতে হবে। অথচ গোটা পরিবার সরকার চালাচ্ছে। তেলেঙ্গানার মানুষ অবহেলিত হচ্ছে। কেসিআর-এর শাসনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং দুর্নীতি দ্রুত বাড়ছে। কেসিআর বলেছেন যে তিনি কখনও কোনও দুর্নীতি করেননি তবে তাঁর পরিবারের দুর্নীতির আলোচনা হায়দরাবাদ বা তেলেঙ্গানায় সীমাবদ্ধ নয়, তা দিল্লিতেও পৌঁছেছে।”

