হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : ‘ন্যাশনাল হাইওয়ে গো ব্যাক’, ‘ন্যাশনাল হাইওয়ে চোর’ ইত্যাদি স্লোগানে সোমবার ৩৭ নম্বর জাতীয় সড়ক উত্তাল করে তুলেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা।
শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের চারলেন সড়ক নির্মাণ করতে গিয়ে নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত এলাকার ২৯টি গ্রামের বাসিন্দাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন থেকে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ তুলে বাধ্য হয়ে আজ সোমবার সকাল থেকে জাটিঙ্গায় ৩৭ নম্বর জাতীয় সড়কের ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম ও নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৯ গ্রামের শতাধিক মানুষ অবিলম্বে জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি সহ ৩৭ নম্বর জাতীয় সড়কের নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে থাকা অংশ ব্ল্যাক টপিং করার দাবিতে হাফলঙে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও করে জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবিতে অনিৰ্দিষ্টকালের অবস্থান-ধরনায় বসেছেন তাঁরা।
তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের আশ্বাস না পেয়ে মাহুরে পুনরায় ৩৭ নম্বর জাতীয় সড়কে অনির্দিষ্টকালের জন্য ধরনা কর্মসূচি পালন করছেন ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা।
প্রতিবাদকারীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেবেন না, ততদিন তাঁদের এই ধরনা ও প্রতিবাদী কর্মসূচি চলবে।
এদিকে ধরনাস্থলে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের সভাপতি ডেভিড কেভম বলেন, শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণের কাজ করতে গিয়ে নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৯টি গ্রামের বহু বাসিন্দার খেতের জমি, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ বছর থেকে ওই সব ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এমন-কি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করে তিনি বলেন, যতক্ষণ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেবে না, অথবা লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধরনা কর্মসূচি অব্যাহত থাকবে, জানান ডেভিড কেভম।

