দেহরাদূন, ১৬ অক্টোবর (হি.স.): আগামী ১৪ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গোত্রী ধাম। এরপর ১৫ নভেম্বর বন্ধ হয়ে যাবে যমুনোত্রী মন্দিরও। সোমবার শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে, বদ্রীনাথ মন্দির কবে বন্ধ হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শীতের মরশুমের জন্য ১৪ ও ১৫ নভেম্বর হয়ে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির।
শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ নভেম্বর বেলা ১১.৪৫ মিনিটে অন্নকূটের পর গঙ্গোত্রী ধামের দরজা শীতের জন্য বন্ধ থাকবে।১৫ নভেম্বর ভাইফোঁটার দিন যমুনোত্রী ধামের দরজা বন্ধ হয়ে যাবে। ২৪ অক্টোবর বিজয় দশমীতে বদ্রীনাথ ধামের দরজা বন্ধ করার তারিখ নির্ধারণ করা হবে। দরজা বন্ধের তারিখ ঘোষণা করতে বদ্রীনাথ মন্দির প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

