নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের ডিএনএ–তে দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আয়কর দফতর বেঙ্গালুরুতে প্রাক্তন কর্পোরেটরের সঙ্গে সম্পর্কিত একটি বাসভবন থেকে ৪২ কোটি টাকা উদ্ধার করে। তারপরই সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করলেন, দুর্নীতি কংগ্রেসের ডিএনএতে রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস এবং দুর্নীতি একই মুদ্রার দুটি দিক।
সোমবার এক্স-এ নাড্ডা লেখেন, কংগ্রেস এখন প্রতিশ্রুতি দেওয়ার শিল্প আয়ত্ত করেছে। কিন্তু বর্তমানে এই দলটি আরও একধাপ এগিয়ে গেছে। তারা এখন প্রতিশ্রুতির বিনিময়ে গ্যারান্টি দিতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশ্যে একটি বিষয় এসেছে যে কর্ণাটকের কিছু কন্ট্রাকটারদের বাড়ি থেকে ১০০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনা অত্যন্ত লজ্জার বিষয়। নাড্ডা আরও বলেন, এই একই কন্ট্রাকটাররা কর্নাটকে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে।

