বিশাখাপত্তনমে ইনফোসিস অফিসের উদ্বোধনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

বিশাখাপত্তনম, ১৬ অক্টোবর (হি.স.) : বিশাখাপত্তনমে ইনফোসিস অফিসের উদ্বোধন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

জগন মোহন রেড্ডি সোমবার বিশাখাপত্তনমে ইনফোসিস সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেন। ৮৩,৭৫০ বর্গফুট জুড়ে এই অফিসটি বিস্তৃত। অফিসটি নির্মাণ করতে খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে এই সফ্টওয়্যার কেন্দ্রে ১,০০০ কর্মী কাজ পাবে । বিশাখাপত্তনম, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মতো আইটি হাবে পরিণত হতে চলেছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাগারা ইতিমধ্যেই এডুকেশন হাবে পরিণত হয়েছে, সেখানে প্রতিবছর ১৫ হাজার ইঞ্জিনিয়ারকে তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার বিশাখাপত্তনমকে আইটি গন্তব্যে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সেজন্য বহু কোম্পানি এখানে আসছে। বিশাখাপত্তনম সবদিক থেকে উন্নত এবং এটি রাজ্যের মধ্যে একটি বড় শহর বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।