আসছেন অমিত শাহ, পুজোয় গণসংযোগের সুযোগ হারাতে চায় না বিজেপি

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। এ ছাড়াও কিছু পুজোর উদ্বোধনে থাকবেন বিজেপি-র রাজ্য নেতারা।

বেলা তিনটায় অমিত শাহকে রেস কোর্সের হেলিপ্যাডে স্বাগত জানাবেন দলের রাজ্য সহ সভাপতি মধুছন্দা কর, বিধায়ক তথা রাজ্য সম্পাদক ডঃ শঙ্কর ঘোষ, সাংসদ তথা দলের রাজ্য সহ সভাপতি জগন্নাথ সরকার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অমিতবাবু এর যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে। সেখানে যাবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ।

সন্ধ্যায় অমিত শাহ পুজোর উদ্বোধনে যাবেন হাওড়া ও সল্ট লেকের ইজেডসিসি-তে। ওই দুই স্থানে থাকবেন জগন্নাথ সরকার এবং দলীয় নেতৃবৃন্দ।