১২.১২ কোটি টাকার মাদক ট্যাবলেট মেথামফেটামিন সমেত মিজোরামে গ্রেফতার করিমগঞ্জের দুই যুবক

আইজল, ১৫ অক্টোবর (হি.স.) : মিজোরামে আরও ১২.১২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ট্যাবলেট মেথামফেটামিন উদ্ধার করেছেন আসাম রাইফেলস এবং একসাইজ অ্যান্ড নারকটিক দফতরের আধিকারিকরা। মাদক পাচারের অভিয়োগে গ্রেফতার করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার দুই যুবককে। ধৃত দুই যুবককে জনৈক ফকর উদ্দিনের বছর ৩২-এর ছেলে আলতাব উদ্দিন এবং রিয়াজ উদ্দিনের ছেলে আনাম উদ্দিন (৩২) বলে পরিচয় পাওয়া গেছে।

আজ রবিবার আসাম রাইফেলস-এর এক সূত্র এ খবর দিয়ে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলার অন্তর্গত জোতে গ্রামে একসাইজ অ্যান্ড নারকটিক দফতরের আধিকারিকদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে ৪০,৪০০টি নেশার মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মেথামফেটামিনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য ১২ কোটি ১২ লক্ষ টাকা।

উভয়ের বিরুদ্ধে চাম্পাই জেলা বিশেষ নারকোটিক থানায় নারকটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) আইনের অধীনে ৪৬/২৩ নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত করা হচ্ছে, জানিয়েছে সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *