নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করে চলছে। এডিসি -র আসন সংখ্যা ২৮ থেকে বাড়িয়ে ৫০ করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জনজাতিদের সাব-ট্রাইবের প্রতিনিধিত্ব যাতে থাকে সেজন্য এই প্রস্তাব পাঠানো হয়েছে। রবিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকারের প্রথম অগ্রাধিকার ক্ষেত্র হল শিক্ষা। সেইভাবেই কাজ চলছে।
মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, সঠিক সময়ের আগে বিয়ে দেওয়া ঠিক নয়। এটা সমাজের ক্ষতি। তিনি বলেন আগে লেখাপড়া, তাঁর পর প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ের ভাবনা চিন্তা।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে রিসার প্রশংসা শোনা গেছে। ত্রিপুরার রিসা আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছে। কেন্দ্রীয় সরকারের মতো ত্রিপুরা সরকারও কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতীয়স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর জন্য জনজাতি ছেলে- মেয়েদের জন্য ব্যবস্থা করছে সরকার। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মগ সম্প্রদায়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে মেধা পুরষ্কার তুলে দেন। আগরতলা টাউন হলে সোসাইটি ফর ওয়েল ফেয়ার অব মগ স্টুডেন্টসের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এদিন। মগ সম্প্রদায়ের ছাত্রদের ১৭তম মেধা পুরষ্কার ও ফ্রেশায়ারস মিট হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা।
2023-10-15