নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : গরবা গান রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নবরাত্রির প্রথম দিনে একটি গরবা গান শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে প্রধানমন্ত্রী এই গানটি লেখেন।
প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, “শুভ নবরাত্রি উপলক্ষ্যে আমি গত সপ্তাহে আমার লেখা একটি গরবা গান সকলের মধ্যে শেয়ার করতে পেরে আনন্দিত।” উৎসবের ছন্দে মেতে উঠুক সবাই। মোদী গরবা গানের গায়ক এবং সুরকারকে “এই গরবায় কণ্ঠ ও সঙ্গীত দেওয়ার জন্য” ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, মিট ব্রোস এবং দিব্যা কুমারকে এই গারবা গানে কণ্ঠ ও সুর দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তাঁর ইউটিউব চ্যানেলে ‘মাদী’ গানটি শেয়ারও করেছেন। গানটি চার মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ। গানটি গুজরাটি ভাষায় গাওয়া হয়।