নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ অক্টোবর : তেলিয়ামুড়া শহরের উপর জাতীয় সড়কে অবৈধ পার্কিং বন্ধ করতে এবং শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশ ও ট্রাফিক দপ্তর যৌথভাবে অভিযান সংঘঠিত করে রবিবার। তেলিয়ামুড়া থানার ওসি আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক পুলিশের বিশাল বাহিনী রবিবার সকালে অভিযানে নামে । অভিযানের সময় গাড়ি,বাইক,টমটম চালকদের সাথে কথা বলে জাতীয় সড়ককে যেন সম্পূর্ন যানজট মুক্ত করা যায় এই কাজে পুলিশ প্রশাসনকে সাহায্য করতে আহ্বান জানান। এখন থেকে তেলিয়ামুড়া মূল বাজার এলাকায় কোন ধরনের অটো, টমটম দাড় করানো যাবেনা। তাদেরকে অস্থায়ীভাবে পুরাতন তেলিয়ামুড়া হাসপাতাল এর মাঠে গাড়ি পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এই বিষয়ে বলতে গিয়ে ওসি সুব্রত চক্রবর্তী জানান যে শহর কে যানজট মুক্ত রাখতে এই প্রয়াস। তেলিয়ামুড়া শহর এলাকার যানজট সমস্যাটি দীর্ঘদিনের বহু পরিকল্পনা করা হলেও যানজট লেগেই রয়েছে আর যত্রতত্র পার্কিংয়ের ফলে বাড়ছে দুর্ঘটনা। তাই সর্বসাধারণের সুবিধার্থে এবং শহরকে যানজটমুক্ত রাখতে এই ব্যবস্থা পুলিশের।
2023-10-15