নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ অক্টোবর : নেশা বিরোধী অভিযানে চুড়াইবাড়ি থানা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের যৌথ অভিযানে সাফল্য মিলেছে। ২০ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক। উল্লেখ্য উত্তর জেলায় তৎপরতার সাথে নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তাই প্রতিদিন উত্তর জেলার কোন না কোন জায়গা থেকে নেশা কারবারীরা পুলিশের জালে ধরা পড়ছে। শনিবার রাতে গোপন সূত্রে ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে এবং ধর্মনগর পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার যৌথ অভিযানে একটি স্কুটিকে আটক করে পুলিশ। স্কুটিটি আসাম থেকে ত্রিপুরায় আসছিল বলে জানা গেছে। এর নাম্বার টিআর০৫-বি-৮২২৩। চুড়াইবাড়ি থানার সামনে আসতেই স্কুটিটিকে আটক করে তল্লাশিতে পাঁচটি সাবানের কেইসে ১০৫ কৌটা হেরোইন পাওয়া যায় যার মধ্যে ১৯২ গ্রাম হেরোইন ছিল। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন এই হেরোইনের কালোবাজার মূল্য ২০ লক্ষ টাকা।এদিকে স্কুটি চালক বাহার উদ্দিন(৩২) কে আটক করা হয়েছে। তার বাড়ি চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
2023-10-15