বানারহাট, ১৫ অক্টোবর (হি.স.) : জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার সকালে বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের লালটিং লাইনে শৌচকর্ম করতে গিয়ে হাতির হানার কবলে পড়েন মোংরা ওরাওঁ(৬০)। আহত হয়েছেন বৃদ্ধের মেয়ে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন এদিন সকাল ৬টা নাগাদ লালটিং লাইনের মোংরা ওরাওঁ নামের এক বৃদ্ধ শৌচকর্ম করতে বাড়ির পাশে জঙ্গলে যান । ঠিক সেই সময় পাশেই জঙ্গলে দাঁড়িয়ে থাকা হাতি এসে ওই বৃদ্ধকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাবার চিৎকার শুনে মেয়ে বাঁচাতে গেলে হাতিটি মেয়েকে তাড়া করে । পালাতে গিয়ে আহত হন বৃদ্ধের বড় মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণ কর্মীরা ও বানারহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতর সূত্রে জানানো হয়, হাতিটি পাশে মোরাঘাট জঙ্গল থেকে এসে শ্রমিক লাইনের পাশে জঙ্গলে দাঁড়িয়ে ছিল। আমরা পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারকে বন দফতরের তরফে ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করা হবে।
বানারহাট, ১৫ অক্টোবর (হি.স.) : জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার সকালে বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের লালটিং লাইনে শৌচকর্ম করতে গিয়ে হাতির হানার কবলে পড়েন মোংরা ওরাওঁ(৬০)। আহত হয়েছেন বৃদ্ধের মেয়ে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন এদিন সকাল ৬টা নাগাদ লালটিং লাইনের মোংরা ওরাওঁ নামের এক বৃদ্ধ শৌচকর্ম করতে বাড়ির পাশে জঙ্গলে যান । ঠিক সেই সময় পাশেই জঙ্গলে দাঁড়িয়ে থাকা হাতি এসে ওই বৃদ্ধকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাবার চিৎকার শুনে মেয়ে বাঁচাতে গেলে হাতিটি মেয়েকে তাড়া করে । পালাতে গিয়ে আহত হন বৃদ্ধের বড় মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণ কর্মীরা ও বানারহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতর সূত্রে জানানো হয়, হাতিটি পাশে মোরাঘাট জঙ্গল থেকে এসে শ্রমিক লাইনের পাশে জঙ্গলে দাঁড়িয়ে ছিল। আমরা পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারকে বন দফতরের তরফে ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করা হবে।