দেশ ও সমাজের উন্নয়নের জন্য সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন: ভাগবত

কাঠুয়া, ১৫ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের প্রতিটি শ্রেনিকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের দেশ বিশ্বের সব দেশের সঙ্গে দ্রুত শান্তির পথে এগিয়ে যেতে পারে।

রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার স্পোর্টস স্টেডিয়ামে স্বয়ংসেবকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ডাঃ মোহন ভাগবত । সেখানে তিনি বলেন, ভারত আজ বিশ্বের একমাত্র দেশ যার সবকিছু আছে । স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে, ভারত জীবন ও ধর্মের দেশ, সনাতন ধর্মের উন্নতির জন্য হিন্দু জাতি উন্নীত হয়। তিনি বলেন, নিজের জীবন গড়ে উঠবে এবং অন্যের উন্নয়নে কাজে লাগবে, এমনই হওয়া উচিত একজন স্বয়ংসেবকের জীবন।

জীবন গড়তে স্বয়ংসেবকদের লক্ষ্য ঠিক করে দিতে গিয়ে তিনি বলেন, আপনার জীবন গড়তে, আপনার প্রতিদিন সংঘের শাখায় আসা উচিত। ভুলে যাও বহির্বিশ্বকে, ভুলে যাও আটা-ডালের দাম, ভুলে যাও সব ঝগড়া-বিবাদ, তোমার সামনে শুধু ভারত মাতাকে রেখে তাঁর ভক্তির গান গাও। ডাঃ মোহন ভাগবত বলেন, আপনার যদি অর্থ এবং ক্ষমতা থাকে, তাহলে তা সঠিকভাবে ব্যবহার করুন।
জম্মু ও কাশ্মীরে ভাগবতের তিন দিনের সফরের শেষ দিন ছিল রবিবার । দুপুর ১২টার দিকে কাঠুয়ায় পৌঁছান ডাঃ ভাগবত । তিনি কাঠুয়ার মুখার্জি চকে ডাঃ শ্যামা প্রসাদ মুখার্জীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বয়ংসেবকের সমাবেশ কর্মসূচিতে পৌঁছান। সমাবেশ শেষে তিনি জখবার গ্রামে ভারত মাতার মূর্তি উন্মোচন করেন।