আলিপুরদুয়ার, ১৫ অক্টোবর (হি.স.) : আলিপুরদুয়ারের কালচিনির গড়বস্তি এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম গৌরব মুখার্জি। তিনি আলিপুরদুয়ারের ভোলাদাবাড়ির বাসিন্দা ছিলেন।
জানা গেছে, ৩১ নম্বর জাতীয় সড়কের ডিমা সেতু এলাকায় রাস্তার ধারে এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। দেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে কালচিনি থানার নিমিতি আউট পোস্টের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
মৃত গৌরব মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গৌরব আলিপুরদুয়ারের একটি বেসরকারি হোটেলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। শনিবার বিকেলে কাজে গিয়ে রাতে বাড়ি ফেরেনি। এরপর এদিন সকালে তার মৃত্যুর খবর আসে।