ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত বয়স ভিত্তিক রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।আজ, শনিবার স্থানীয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ইনডোর হলে অনূর্ধ্ব ১১ বৎসর ও অনূর্ধ্ব ১৩ বৎসর বয়সী বালক ও বালিকা দের রাজ্য ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি মানিক সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সভাপতি ডা: উৎপল চন্দ। সবাইকে স্বাগত জানান ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব কুমার সাহা।
খেলা শুরু হবার আগে উপস্থিত খেলোয়াড়দের সাথে পরিচিত হন উপস্থিত অতিথি বর্গ। খেলটি পরিচালনা করছেন চিফ রেফারি শ্রীমতী অনুভা চৌধুরী। প্রতিযোগিতার ফলাফলে অনূর্ধ্ব ১৩ বালক বিভাগে প্রীতদীপ দাস হারিয়েছে দীপঙ্কর সরকারকে, সপ্তর্ষী প্রতাপ রায় হারিয়েছে সাহেব সাহাকে। অনূর্ধ্ব ১১ বালিকা বিভাগে অঙ্কিতা শর্মা হারিয়েছে দেবাক্সী সাহা কে, নীশা কর্মকার হারিয়েছে চন্দ্রিমা পাল কে, সৃজিতা রায় হারিয়েছে অঙ্কিতা ভৌমিককে। বালক বিভাগে রুদ্রনীল কর হারিয়েছে আয়ুশ মজুমদারকে, হর্ষিত রাপেলি হারিয়েছে চিরন্তন বিশ্বাসকে, অনুরাগ চক্রবর্তী হারিয়েছে শম্রিক দাস কে, অনূর্ধ্ব ১৩ বালিকা বিভাগে ইশা যশমিফা হারিয়েছে প্রিয়াংশা পাল কে, কথিকা সাহা হারিয়েছে চয়ন্তিকা দাস কে।

