সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ : অনিল চৌহান

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারতের সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি জানান, দক্ষিণের বিশ্বনেতা হিসাবে ভারতের আবির্ভাব ঘটবে। জি-২০ সম্মেলনে ভারতের সফল পরিচালনা সেই দিকেরই ইঙ্গিত দিচ্ছে।

জেনারেল অনিল চৌহান শনিবার বেঙ্গালুরুতে এয়ার ফোর্স অ্যাসোসিয়েশন আয়োজিত ১৪তম এয়ার চিফ মার্শাল এলএম কাটরে মেমোরিয়াল–এ বক্তব্য রাখছিলেন। ভাষণে তিনি ভারত প্রসঙ্গে একথা বলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পরিবর্তন ও নতুন কিছুকে গ্রহণ করা বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীর জন্য পরিবর্তন গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তন আমাদের চারপাশে ঘটছে। তিনি আরও বলেন, তিনজন সেনা প্রধান এবং আমি চেষ্টা করছি এই সংস্কারগুলিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করার। কারণ এখন আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যা অনিশ্চিত, এর জন্য এক ধরনের রূপান্তরমূলক পরিবর্তন প্রয়োজন। ভারতের সশস্ত্র বাহিনী তাদের চারপাশে ঘটা পরিবর্তনগুলিকে মানিয়ে নিতে তৈরি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *