নয়াদিল্লি, ১৪ অক্টোবর, (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি শনিবার বাংলায় মহালয়ার অভিনন্দন জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “মহালয়ার এই শুভক্ষণে আমি সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। মা দুর্গা যেন আমাদের সকলের উপর তাঁর ঐশ্বরিক কৃপা বর্ষণ করেন এবং সুস্থ ও সমৃদ্ধশালী জীবনের জন্য আশীর্বাদ প্রদান করেন।”

