এক্স হ্যাণ্ডেলে শুভেন্দুর অভিযোগকে নস্যাৎ করলেন মমতা

কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.) : কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভল্যান্টিয়াদের মধ্যে পুজো বোনাসে বৈষম্য নিয়ে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এক্স হ্যাণ্ডেলে সেই পোস্টের বিজ্ঞপ্তি যুক্ত করেছিলেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন অভিযোগটি ঠিক নয়।

মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে দাবি করেছেন, “কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক দল/ব্যক্তি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ক্যাডারের মধ্যে বিভেদ ও শত্রুতা সৃষ্টির চেষ্টা করছে। আমি আশ্বাস দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভল্যান্টিয়াররাও

কলকাতা পুলিশে তাদের সমকক্ষদের মতো ৫,৩০০/- পুজো বোনাস পাবেন৷
এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে আশা কর্মীরাও পুজো বোনাস পাবেন ৫,৩০০/-। আমার সহকর্মীদের পুজোর শুভেচ্ছা।”