নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : কোরিয়ার জাতীয় পরিষদের অধ্যক্ষ কিম জিন পিও শুক্রবার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করলেন। কোরিয়া প্রজাতন্ত্রের ন্যাশনাল অ্যাসেম্বলির অধ্যক্ষ কিম জিন পিও এদিন পি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন।
সাক্ষাৎ করার সময়ে বিড়লা তাঁকে বলেন, ২০২৩ সাল ভারত এবং কোরিয়া উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এবছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে আরও বলেন, ভারত ও কোরিয়ার মধ্যে বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। বিড়লা জানান, রাজনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ফলে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে। বৌদ্ধধর্ম, বৌদ্ধ ভিক্ষুদের সফর ছাড়াও দুই দেশের মধ্যে জ্ঞান ও ধারণা বিনিময়ের ফলে উভয়ের সম্পর্ক জোরদার হয়েছে বলেও মন্তব্য করেন ওম বিড়লা। তিনি ভারত ও কোরিয়ার মধ্যে সংসদীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন।