নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৩ অক্টোবর : কমলপুর মহকুমার সুরমার আশাপূর্ণ ভিলেজের তিপ্রা মথার কর্মী সিমচন্দ্র দেববর্মা ও তার পরিবারের ৮ জন ভোটার সি পি আই (এম) দলে যোগদান করেছেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ধনচন্দ্র দেববর্মা, সিপিআই(এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য বদরবোম হালাম, সালেমা অঞ্চল কমিটির সম্পাদক রমনী মোহন দাস ও প্রনয় দেববর্মা। নবাগত পরিবারকে পুস্পস্তবক দিয়ে বরণ করেন মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস । অঞ্জন দাস বলেন- অশুভ শক্তি আকাশ থেকে চাঁদ এনে হাতে তুলে দেওয়ার মত লোভনীয় নানাহ প্রতিশ্রুতি জনগণের উল্লেখযোগ্য অংশকে বিভ্রান্ত করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় ।স্বাধীন ত্রিপুরা,গ্রেটার তিপ্রাল্যান্ডের মত মুখরোচক ও সাম্প্রদায়িক অযৌত্তিক আবেগ তুলে সহজ সরল উপজাতি অংশের জনগণকে বিভ্রান্ত করেছিল ।বর্তমান সময়ের অন্ধকারাছন্ন ত্রিপুরাকে আবার আলোর দিকে নিতে বিভ্রান্ত উপজাতিরা আবার মূল স্রোতে অর্থাৎ লাল ঝান্ডার নিচে আসতে শুরু করেছে ।
2023-10-13