মুম্বাই, ১৩ অক্টোবর(হি.স.): ১২৮ বছর পর পর আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল।
আগামীকাল ১৪ ও ১৫ অক্টোবর মুম্বইয়ে আইওসির বৈঠক।আইওসির প্রধান টমাস বাখ আজ মুম্বইয়ে এসেই জানিয়েছেন, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রায় পাকা। তবে কীভাবে কোন ফরম্যাটে ক্রিকেট খেলা হবে, বা কটা দল অংশগ্রহণ করবে, তা চূড়ান্ত হয়নি।