পিতৃপক্ষের পর মধ্যপ্রদেশে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : কংগ্রেস পিতৃপক্ষের পরে অর্থাৎ মহালয়ার পরে মধ্যপ্রদেশে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশে কংগ্রেস সভাপতি তথা বিধানসভার সাংসদ কমলনাথ।

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে শুক্রবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিডব্লুউসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সদর দফতরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস অনবরতই বৈঠক করছে। এদিনও সেই বৈঠকের ধারাবাহিকতা বজায় রয়েছে। শুক্রবার বৈঠকের পর মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমলনাথ সংবাদমাধ্যমকে জানায়, এদিনের বৈঠকে মধ্যপ্রদেশ বিধানসভার ৬০টি আসন নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীদিনে এই বিষয়ে আবার সিডব্লুউসি সভা করবে। কমলনাথ আরও বলেন, কংগ্রেস পিতৃপক্ষের পরেই অর্থাৎ মহালয়ার পরে তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করবে। মধ্যপ্রদেশে কংগ্রেসের ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, এদিন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ দলের অন্যান্য আধিকারিকরা। সুরজেওয়ালা সংবাদমাধ্যমকে জানায়, মধ্যপ্রদেশে কংগ্রেস জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *